Wednesday, January 17, 2018
জীবনের সাফল্যের গল্প যখন সেলুলয়েড বন্দি
জীবনের এক ঘুয়ে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন? তবে কোথাও ঘুরে আসুন, ভালো লাগবে। কিন্তু এই ব্যস্ত নগরীতে কোথাও অল্প সময়ে ঘুরে আসা আকাশ কুশুম স্বপ্ন। অল্প সময়ে বিনোদনের অন্যতম উপায় ভালো মুভি বা চলচিত্র। একঘুয়ে কাজ থেকে নিজেকে মুক্তি দিয়ে কিছুক্ষন কোন ভালো মুভি দেখেন। দেখবেন মন ভালো হয়ে গেছে।আর বিনোদনের সাথে যদি কোন শিক্ষনীয় কিছু পাওয়া যায় তাহলে তো ষোল আনাই পূর্ণ,তাই নই কি?
আজকে আমি কিছু ইন্সপিরেশন মুলক কিছু মুভি লিস্ট দিবো।যা আপনার বিরক্তকর জীবনকে ভালো কিছু করার উদ্দীপনা জোগাবে।
১।মেরি কম (২০১৪):
মেরি কম মুভিটি ইন্ডিয়ান বক্সার Chungneijang Mary Kom Hmangte (যে মেরি কম নামেই পরিচিত) এর জীবনী নিয়ে মুভির পটভুমি তৈরি হয়েছে। প্রত্যন্ত গ্রামের দরিদ্র ঘরের এক মেয়ের অলিম্পিক বক্সিং-এ প্রতিনিধি হয়ে ওঠার গল্প। মেরি কম ৫ বার World Amateur Boxing champion জিতেছেন। তার সাফল্যের পিছনের অনেক গল্প এই মুভিতে উঠে এসেছে।
২। পুর্না (২০১৭) :
১৩ বছরকে বলা হয় টিন এজের শুরু। এই সময়টা এক একজন মানবশিশু অনেক কিছুই করতে পারে।কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশে এই সুযোগের বড়ই অভাব। আমাদের পাশের দেশ ভারতের অবস্থাও একই। তার মধ্যে বিষফোড়ার মতো আছে দুর্নীতি আর বাল্যবিবাহ। কিন্তু এসবের মধ্যেও কিন্তু কিছু ভালো লোক রয়েছে।তাদের অদম্য চেষ্টায় এখনো এই বয়সের কিছু বাচ্চারা ভালো করে।
পুর্ণা তেলাজ্ঞানা রাজ্যে ২০০০ সালে জন্ম গ্রহণ করে এক প্রতন্ত গ্রামে অসচ্ছল এবং অশিক্ষিত পরিবারে। পুর্নার সবচেয়ে বড় পরিচয় সে পৃথিবীর সবচেয়ে কনিষ্ঠ(মেয়ে){মানুষ হিসেবে ২য়) এভারেস্ট জয়কারী। একটি ভীত মেয়েকে মটিভেট এবং সুযোগ দিয়ে এভারেস্ট জয় করতে সাহায্য করে একজন সরকারী কর্মকর্তা। এই গল্প জানতে হলে দেখুন Poorna.
৩। ভাগ মিলখা ভাগ (২০১৩) :
ফারহান আকতার অভিনিত এই মুভিটি ইন্ডিয়ান ক্রীয়াবীদের জীবনীনিয়ে তৈরী। মিল্কা সিংহ ভারতের একমাত্র গোল্ড মেডেলিস্ট দৌড়বিদ ছিলেন। যদিও ২০১০ সালে তার এই রেকর্ড ভেঙে যায়। তিনি প্রায় ৫২ বছর এই রেকর্ড ধরে রাখেন। এই প্রতিভাধর দৌড়বিদের জীবন ছিল অনেক কষ্টের। তিনি ছোট থাকতেই তার পরিবারকে ইন্ডিয়া পাকিস্তান পার্টিসনের সময়ে লাগা দাঙ্গায় মারা যেতে দেখেন। যা তার জীবনে গভীরভাবে ছাপ ফেলে। একটা সময় তিনি রিফিঊজি ক্যাম্পেও থেকেছেন। শেষ পর্যন্ত তাকে ভারত সরকার তার দেশের ক্রীয়া জগতে অসমান্য অবদানের জন্য তাকে পাদমাশ্রী পদকে ভুষিত করে।
আপনি যদি খেয়াল করে থাকেন, তবে দেখবেন তিনটি মুভিই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা বিখ্যাত ব্যক্তিদের নিয়ে তৈরি। মুভির কাহিনী আপনাকে কাজ করার স্পৃহা জাগাবে। সাথে আমরা এটাও শিখতে পারব কিভাবে সীমিত সুযোগ সুবিধার মাধ্যমে জীবনে বড় কিছু হওয়া যায়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment