Wednesday, January 17, 2018

জীবনের সাফল্যের গল্প যখন সেলুলয়েড বন্দি




                জীবনের এক ঘুয়ে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন? তবে কোথাও ঘুরে আসুন, ভালো লাগবে। কিন্তু এই ব্যস্ত নগরীতে কোথাও অল্প সময়ে ঘুরে আসা আকাশ কুশুম স্বপ্ন। অল্প সময়ে বিনোদনের অন্যতম উপায় ভালো মুভি বা চলচিত্র। একঘুয়ে কাজ থেকে নিজেকে মুক্তি দিয়ে কিছুক্ষন কোন ভালো মুভি দেখেন। দেখবেন মন ভালো হয়ে গেছে।আর বিনোদনের সাথে যদি কোন শিক্ষনীয় কিছু পাওয়া যায় তাহলে তো ষোল আনাই পূর্ণ,তাই নই কি?